অনলাইনে জিডি করার নিয়ম A to Z 2023.

 আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে নতুন একটি ট্রিক শেয়ার করবো। যা হলো অনলাইনে জিডি করার নিয়ম ২০২৩। এই জিডি করতে কত টাকা ফি দিতে হয়? কিভাবে ফরম পূরণ করতে হয়? সবকিছু থাকছে এই টিউটোরিয়াল। 

অনলাইনে জিডি করার নিয়ম itsbanglatech


জিডি করতে কত টাকা ফি দিতে হবে? 

আসলে জিডি করতে কোন ফি নেই। তবে যদি কেউ নেয় সেটা বেআইনি হবে। যদি-ও এটা হয় থানায় যেয়ে করতে হলে। কিন্তু অনলাইনে কোন ফি দিতে হয় না। 

জিডি ফরম পূরণ করার নিয়ম? 

জিডি ফরম পূরন করতে হলে আপনাকে প্রথমে অনলাইনে নিবন্ধন করতে হবে। এরপর আপনি আপনার জিডি ফরম পূরণ করতে পারবেন। 

কেন জিডি করা হয়? 


কোন কিছু হারিয়ে গেলে, হুমকি মূলক আচরণ যার ফলে আপনার জীবন নিরাপত্তাহীন এমন কার্যমূলক অবস্থায় আপনি জিডি বা সাধারণ ডায়েরি করতে পারেন।  

অনলাইনে জিডি করার নিয়ম? 


এর জন্য প্রথমে আপনাকে  Online GB App টি ডাউনলোড করতে হবে। এবং এখানে জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। 

Post a Comment

Previous Post Next Post